পঞ্চগড়ের বোদা উপজেলার শিমুলতলী এলাকায় জেলা ছাত্রলীগ সভাপতি আবু মো নোমান হাসানসহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে জেলা ছাত্রলীগ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। জেলা ছাত্রলীগের সাময়িক বহিস্কৃত সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবনের নির্দেশে বোদা উপজেলার অনুমোদনহীন উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে।
এসময় ছাত্রলীগ সভাপতি আবু মো. নোমান হাসান ভাগ্যক্রমে বেঁচে গেলেও ছাত্রলীগের ৩ জন নেতাকর্মী গুরুতর আহত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসান লিখিত বক্তব্যে বলেন, গত ১৮ অক্টোবর সন্ধ্যায় জেলা ছাত্রলীগের কয়েকজন কর্মীকে নিয়ে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আলম সুজয়ের অসুস্থ মাকে দেখতে বোদা উপজেলার প্রামাণিক পাড়া এলাকায় যাই। সেখান থেকে ফেরার পথে বোদা পৌরসভার শিমুলতলী নামক স্থানে পৌছলে ৪০-৫০ জন দুস্কৃতিকারী আমাদের গতিরোধ করে। আমি গাড়ি থামিয়ে তাদের সাথে কথা বলতে গেলে আমাদের সাথে তারা বাক বিতন্ডায় জড়ায়।
এক পর্যায়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা একটি ইট আমার ওপর ছুড়ে মারে। সেটি লক্ষভ্রষ্ট হয়ে আমার সাথে থাকা ছাত্রলীগ কর্মী রাশেদ ইসলামের মাথায় লেগে রক্তক্ষরণ শুরু হয়। তাকে হাসপাতালে নিতেও তারা বাঁধার সৃষ্টি করে। পরে তাকে একটি মোটরসাইকেলে করে বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার সময় তারা আবারও হামলা করে। হামলায় আসাদুল্লাহ সাগর ও আরিফ হাসান আহত হয়। অচেতন অবস্থায় আসাদুল্লাহ সাগরকে বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সাগর বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
তিনি বলেন, আমার জানতে ও চিনতে পেরেছি বোদা উপজেলা ছাত্রলীগের অনুমোদনহীন কমিটির সভাপতি রুবায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক আনজাম পিয়ালের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের বেশকিছু নেতাকর্মী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে। এ ব্যাপারে আমি বোদা থানায় লিখিত অভিযোগ করলেও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় কোন প্রকার তদন্ত না করেই ওই পক্ষের ইন্ধনে প্রভাবিত হয়ে মামলা তো নেননি উল্টো সেখানে কোন মারামারি কিংবা আঘাতের ঘটনা ঘটেনি। শুধুমাত্র বাকবিতন্ডা হয়েছে। তারা মোটর সাইকেল থেকে পড়ে আহত হয়েছেন এমন তদন্ত রিপোর্ট দিয়েছেন। তারা বোদা থানার ওসির এমন বক্তব্য প্রত্যাখান করে তদন্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সহ সভাপতি একরামুল প্রধান উজ্জল, সাদেকুল ইসলাম বাবু, আছিদুল প্রধান রিয়াদ, সোয়াইব সাদিক উচ্ছাস, মিজানুর রহমান মিজান, আব্দুর রহিম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন শুভ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা ও রেজানুর হাসান তপুসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।