Top
সর্বশেষ

লালমনিরহাটে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

২২ অক্টোবর, ২০২২ ৬:২৯ অপরাহ্ণ
লালমনিরহাটে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর জেলা পর্যায়ে খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ শে অক্টেবর) সকালে লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ (এমপি)।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন শিশুরা পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংগীত চর্চা ও খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী যে সকল উদ্যোগ নিয়েছে নিঃসন্দেহ তার তুলনা নেই।

ফুটবল টুর্নামেন্টটিতে জেলার ৫ উপজেলার বালক ও বালিকাদলসহ মোট ১০ টি দল অংশগ্রহণ করবে। আগামীকাল(২৩ অক্টোবর) খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ।

উদ্বোধন অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক মোঃ আবু জাফরের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ মতিয়ার রহমান,সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার চৌধুরী,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবেদা বেগম, বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ কয়েক শতাধিক দর্শক উপস্থিত ছিলেন।

শেয়ার