Top
সর্বশেষ

নবরুপে সেজেছে রংপুর সিটি কর্পোরেশন

২৪ অক্টোবর, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ
নবরুপে সেজেছে রংপুর সিটি কর্পোরেশন
রংপুর প্রতিনিধি :

নবরুপে সেজেছে রংপুর সিটি কর্পোরেশন। মনোরম সাজে সাজানো হয়েছে সিটি করপোরেশেনের ফোয়ারাটি। নগর ভবনে সেবা নিতে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে দর্শনার্থীরাও খুশি। ফোয়ারা চত্বরে হরেক রঙে জলখেলা, সবুজময় ফুর বাগান, গাছগাছালি আর বসার ব্যবস্থায় অবিভূত নগরবাসী। গোটা মহানগরীকে এমন সুন্দর ও পরিকল্পিত সাজে গড়ে তোলার দাবি জানিয়েছেন নগরবাসী।

নগর ভবনের প্রবেশ ফটক পার হতেই ফোয়ারা চত্বরটি নজর কাড়বে সবার। দৃষ্টিনন্দন ও মনোরম সাজে সাজানো হয়েছে ফোয়ারাটি। প্রবেশ ও বাহির হতে দুটি গেট
রয়েছে। ভিতরে বসে বিশ্রাম নেয়া সময় কাটানোর জন্য রয়েছে ১২টি বসার স্থান। চত্বরের আকর্ষণ রঙিন ফোয়ারার জলখেলা।

ফোয়ারার লাল-নীল-সবুজ রঙে জলখেলা দেখতে ভিড় করছেন সাধারণ দর্শনার্থীর। ফোয়ারা চত্বরের ভিতরে ও বাহিরে হাঁটার জন্য রাস্তা রয়েছে। সৌন্দর্য বর্ধনে আছে বিভিন্ন প্রজাতির ফুলগাছ। এখন নগর ভবনে সেবা নিতে আসা অনেককেই ফোয়ারা চত্বরের ভিতরে বসে সময় কাটাতে দেখা যায়।

নগর ভবনে সেবা নিতে আসা গৃহবধু সম্পা হোসেন জানান, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার দশ বছর পর নগর ভবনে নতুন সংযোজন ফোয়ারা চত্বর। এখন পরিবেশটা বেশ উপভোগ্য মনে হচ্ছে। চত্বরের ভিতরের ফুল বাগান, বসার ব্যবস্থা সত্যি প্রসংশনীয়। দেরিতে হলেও এমন সুন্দর পরিবেশ উপহার দেয়ার জন্য সিটি করপোরেশনকে ধন্যবাদ।

অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা আবুল হোসেন জানান, যেখানে ফোয়ারা চত্বর বানানো হয়েছে আগে এর চারপাশের পরিবেশ ভালো ছিল না। ময়লা পড়ে থাকতো। এখন পরিবেশটা আগের মতো নেই। সবকিছু একেবারেই নতুন করে সাজানো হয়েছে। চত্বরের পরিবেশটা এখন উপভোগ্য করায় আমরা খুশি।

সুশাসনের জন্য নাগরিক-সুজন রংপুর মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জুর জানান, এটি ভালো কাজ। সবুজ গাছগাছালি থাকায় পরিবেশটা সুন্দরভাবে উপভোগ করা যাবে। তবে এই চত্বরের রক্ষণাবেক্ষণ ঠিক মতো করতে না পারলে এটি নগরবাসীর কোনো কাজে আসবে না। আমরা চাই নগর ভবনের মতো আমাদের পুরো শহরটা গোছালো ও দৃষ্টিনন্দন হোক। ফোয়ারাটিসহ চত্বরের রাস্তা, ড্রেন, টাইলস, গ্রিল, বাগানসহ সৌন্দর্য বর্ধনের অন্যান্য কাজগুলো করেছেন ঠিকাদার তাইফুল ইসলাম জানান, দৃষ্টিনন্দন এই ফোয়ারা চত্বরটি সম্পূর্ণ নতুন অঙ্গিকে নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণে ৫৫ লাখ টাকা ব্যয় হয়েছে।

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, শুধু ফোয়ারা চত্বরটি নয় আমরা নগর ভবনের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে ইতোমধ্যে একটি অত্যাধুনিক ও রাজসিক ফটক নির্মাণ করেছি। নতুন ফোয়ারা চত্বরটি জনসাধারণের স্বার্থে তৈরি করা হয়েছে। এখানে চলাচলের রাস্তা রয়েছে। যেন ১২ মাসই ফুল ফোটে এমন গাছ বিভিন্নজাতের গাছগাছালি হয়েছে। লাইটিং ব্যবস্থাও রয়েছে। পুরো ফোয়ারা চত্বরটি দৃষ্টিনন্দন করে সাজানো

 

শেয়ার