Top
সর্বশেষ
শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক

তাড়াশে বিএনপির কমিটি ঘোষণা, বিলুপ্তির দাবী তৃনমূল নেতাদের

২৯ জানুয়ারি, ২০২১ ৪:৩০ অপরাহ্ণ
তাড়াশে বিএনপির কমিটি ঘোষণা, বিলুপ্তির দাবী তৃনমূল নেতাদের
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিএনপির কমিটি গঠন হয়েছে। নতুন এই কমিটির সভাপতি স.ম. আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সাঈদুর রহমান।

জেলা সাক্ষরিত এই কমিটির নাম বুধবার প্রকাশ করা হয়।

অপর দিকে কমিটি প্রকাশের পর থেকে তৃণমুল নেতা-কর্মীদের মাঝে দেখা যায় ব্যাপক অসন্তোষ। সাংবাদিক সম্মেলন করে এর প্রতিবাদ করেছেন প্রফেসর আব্দুল হাকিম। তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘বুধবার তাড়াশ ও রায়গঞ্জের সাবেক সাংসদ আব্দুল মান্নান তালুকদার ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকে তার বাসায় নিয়ে একটি কমিটি ঘোষণা দেন। আমি অবৈধ কমিটির বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম, আমাকে না জানিয়ে কীভাবে কমিটি গঠন করা হলো? তিনি আমাকে জানান, তিনি বুঝে ওঠার আগেই মান্নান তালুকদার কৌশল করে কমিটি ঘোষণা করেছেন।’

তিনি বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার বারোয়ারী বটতলায় তার নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে আব্দুল হাকিম আরো বলেন, ‘গঠনতন্ত্রের তোয়াক্কা না করে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটির নামে ‘পকেট কমিটি’ গঠন করছে। এখন উপজেলা বিএনপির অগণতান্ত্রিক, অনিয়মতান্ত্রিক ও ভোটবিহীন অবৈধ সিলেকশন কমিটি বাতিল করে গণতান্ত্রিক, গঠনতন্ত্র অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় সবার অংশগ্রহণে কমিটি করার দাবি জানাচ্ছি।’

ওই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল হোসেন, আনোয়ার ফকির, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল লতিফ, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আবুল কালাম ও মাধাইনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইব্রাহিম হোসেন প্রমুখ।

শেয়ার