Top
সর্বশেষ
শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক

সিরাজগঞ্জে দুই যুবকের মৃতদেহ উদ্ধার

২৯ জানুয়ারি, ২০২১ ৫:১৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে দুই যুবকের মৃতদেহ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৃথক দুটি স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে জাকির হোসেন শেখ (২৭) ভ্যান চালক এনজিও’র কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে এবং জাকারিয়া হোসেন (২২) নেশার টাকা না পেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে লাশ দুটি উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় শোকের সৃষ্টি হয়েছে। তাড়াশ থানার ওসি ফজলে আশিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাড়াশ উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুল কুদ্দুস শেখের ছেলে ভ্যান চালক জাকির হোসেন কয়েক মাস আগে একটি এনজিও থেকে ৩০ হাজার টাকা ঋণ নেয়। এ ঋণের টাকা পরিশোধের জন্য এনজিও’র লোকজন চাপ সৃষ্টি করে। অসহায় জাকির ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে সন্ধ্যারাতে নিজ ঘরে তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

এদিকে একই উপজেলার আসানবাড়ি গ্রামের সাজু আহমেদের ছেলে জাকারিয়া হোসেন নেশার টাকা না পেয়ে বৃহস্পতিবার ভোররাতে গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পুলিশ শুক্রবার দুপুরে লাশ দুটি উদ্ধার করলেও স্বজনদের অভিযোগ না থাকায় তাদের লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

শেয়ার