কুড়িগ্রামে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা শহরের শেখ রাসেল অডিটরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ সাফিয়া খাতুন।
জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আহমেদ নাজনীন সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো: জাকির হোসেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলি, শেখ আনার কলি পুতুল, সুমাইয়া বেগম ইভা সহ অন্যান্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদা আনাম লাজ ও শামসুন নাহার লিলি। বক্তারা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহবান জানান।
সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা মহিলা আওয়ামীলীগের নতুন কমিটি গঠন করা হবে। জেলা মহিলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দীতা করছেন তিনজন ও সাধারণ সম্পাদক পদে চারজন।