Top

কানতারা’র বিরুদ্ধে গান চুরির অভিযোগ

২৬ অক্টোবর, ২০২২ ৭:৪২ অপরাহ্ণ
কানতারা’র বিরুদ্ধে গান চুরির অভিযোগ
বিনোদন ডেস্ক :

ন্নড় সিনেমা ‘কানতারা’র জয়গান এখন পুরো ভারত জুড়ে। সাধারণ দর্শক থেকে শুরু করে দেশটির বাঘা বাঘা সিনে তারকারাও মজেছেন সিনেমাটিতে। মাত্র ১৬ কোটি রুপি বাজেটের এই সিনেমা দাপিয়ে বেড়াচ্ছে বক্স অফিস। আয়ের দিক থেকে শত কোটি বাজেটের সিনেমাকেও পেছনে ফেলে দিচ্ছে।

এরইমধ্যে নকলের অভিযোগে অভিযুক্ত হলো ‘কানতারা’। সিনেমাটির নির্মাণ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গান চুরির অভিযোগ আনল কেরালার ব্যান্ড থাইক্কুদম ব্রিজ। এ বিষয়ে ব্যান্ডের পেজ থেকে ইনস্টাগ্রামে একটি পোস্টও করা হয়।

ব্যান্ডটির পক্ষ থেকে জানানো নয়, ‘কানতারা’র সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই। কিন্তু থাইক্কুদম ব্রিজের ‘নবরসম’ গানটির সঙ্গে সিনেমাটির ‘বরাহ রূপম’ নামে একটি গানের অবাক করা মিল পাওয়া গিয়েছে।

দক্ষিণী এই সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গ করার অভিযোগ এনেছে ব্যান্ডটি। আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে তারা। অভিযোগ, ‘কানতারা’র গানটির জন্য ব্যান্ডটিকে কোনো কৃতিত্ব দেওয়া হয়নি। উল্টো ‘বরাহ রূপম’কে প্রচার করা হচ্ছে মৌলিক গান বলে।

বিতর্কিত পোস্টটি পড়ার পরেই নড়েচড়ে বসেছে নেটিজেনরা। ইনস্টাগ্রামে ব্যান্ডটির উদ্দেশে একজন লিখেছেন, “আমিও এই একই কথা ভাবছিলাম। যারা দু’একবারও ‘নবরসম’ শুনেছেন, তারাও দুটি গানের মধ্যে মিল খুঁজে পাবেন। আশা করি, আপনারা সুবিচার পাবেন।” অন্য এক ব্যক্তির বক্তব্য, “নবরসম’ গানটি আমার খুবই পছন্দের। মনে হচ্ছিল, সিনেমাতে সেই গানেরই অন্য একটি সংস্করণ শুনছি।”

তবে গান নকল প্রসঙ্গে ‘কানতারা’ সিনেমা-সংশ্লিষ্ট কেউ এখনো কিছু বলেননি।

হোম্বল ফিল্মস প্রযোজিত ‘কানতারা’র চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনেতা— সবই কন্নড় তারকা ঋষভ শেঠি। এতে আরও অভিনয় করেছেন কিশোর, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠি প্রমুখ।

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার