Top

ঢাকায় শুরু হচ্ছে কোরিয়ান চলচ্চিত্র উৎসব

২৬ অক্টোবর, ২০২২ ১০:০৪ অপরাহ্ণ
ঢাকায় শুরু হচ্ছে কোরিয়ান চলচ্চিত্র উৎসব
বিনোদন ডেস্ক :

আগামী ২ নভেম্বর থেকে ঢাকার শাহবাগ জাতীয় জাদুঘর মিলনায়তনে শুরু হতে যাচ্ছে কোরিয়ান চলচ্চিত্র উৎসব ২০২২। কোরিয়ান দূতাবাসের আয়োজনে তিন দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে পাঁচটি চলচ্চিত্র দেখানো হবে। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

ঢাকাস্থ কোরিয়ান দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাজী রাজীব হাসান এসব তথ্য জানান।

কাজী রাজীব হাসান বলেন, ‘এরই মধ্যে আমরা উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি সুন্দরভাবেই এটি অনুষ্ঠিত হবে।’

উৎসবের প্রথমদিন (২ নভেম্বর) বিকাল ৫টায় প্রদর্শিত হবে ‘এসকেপ ফ্রম মোগাদিসু’। উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শিত হবে দুটি সিনেমা। দুপুর ২টায় প্রদর্শিত হবে ‘ডুড ইম মি’ এবং বিকাল ৫টায় রয়েছে ‘দ্য ব্যাটল অব জাংসারি’। এছাড়া, চলচ্চিত্র উৎসবের শেষ দিনেও (৪ নভেম্বর) দুটি চলচ্চিত্র দেখার সুযোগ পাবেন দর্শকরা। এদিন সকাল ১১টায় প্রদর্শিত হবে ‘ আন্ডারডগ’ এবং বেলা ৩টায় দেখানো হবে ‘দ্য এজ অব শ্যাডোস’।

উৎসবের প্রতিটি চলচ্চিত্র দর্শক বিনামুল্যে দেখতে পাবেন বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। তবে আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে সীমিত সংখ্যক দর্শক কোরিয়ান চলচ্চিত্র উৎসবে সিনেমা দেখার সুযোগ পাবেন।

শেয়ার