Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

নভোএয়ারের রাজশাহী-কক্সবাজার ফ্লাইট নভেম্বরে

২৭ অক্টোবর, ২০২২ ৪:৫৫ অপরাহ্ণ
নভোএয়ারের রাজশাহী-কক্সবাজার ফ্লাইট নভেম্বরে
নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার। আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে প্রতি সপ্তাহে রাজশাহী-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। আকাশ পথের এই রুটে সর্বনিম্ন একমুখী ভাড়া হবে ৫ হাজার ৯০০ টাকা।

বুধবার (২৬ অক্টোবর) নভোএয়ারের বিভাগীয় প্রধান (বিপণন ও বিক্রয়) মেস-বাহ-উল ইসলাম জানান, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে সংস্থাটির নগর ভবনে রাজশাহী-কক্সবাজার রুটে ফ্লাইট চালু করতে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধি, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রতি সপ্তাহে রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের একটি করে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাসের ১৬ বা ১৭ নভেম্বর ফ্লাইট শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

নভোএয়ার জানায়, রাজশাহী থেকে কক্সবাজার পর্যন্ত নভোএয়ারের ফ্লাইট প্রতি সপ্তাহের বুধবার বা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ছাড়বে। আবার শনি বা রোববার বিকেল সাড়ে ৩টায় কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছাড়বে। রাজশাহী থেকে কক্সবাজার যেতে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট সময় লাগবে। ফ্লাইট চালুর তারিখ ও সময়সূচি শিগগিরই চূড়ান্ত করা হবে।

শেয়ার