Top
সর্বশেষ

রংপুর মেডিকেলে সর্বাধুনিক ‌‌এফেরেটিক মেশিন স্থাপন

২৮ অক্টোবর, ২০২২ ১১:৫৯ পূর্বাহ্ণ
রংপুর মেডিকেলে সর্বাধুনিক ‌‌এফেরেটিক মেশিন স্থাপন
রংপুর প্রতিনিধি :

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্বের সর্বাধুনিক ‌‌এফেরেটিক মেশিন স্থাপন করা হয়েছে। রংপুর বিভাগের আটজেলার মধ্যে এই হাসপাতালে স্থাপিত এটি প্রথম এফেরেটিক মেশিন। অত্যাধুনিক প্রযুক্তির এ মেশিনের সাহায্যে রক্ত দিতে হবে না। সরাসরি রক্তের এফেরেসিস করে প্লাটিলেট ডেঙগু রোগীকে দিতে পারবেন রক্ত দাতা। এছাড়াও রক্তস্বল্পতাজনিত রোগীর বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া যাবে।

বৃস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের দ্বিতীয় তলায় রক্ত পরিসঞ্চালন বিভাগে এক রক্তদাতার প্লাটিলেট প্রসেসিংয়ের মাধ্যমে এফেরেটিক মেশিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডাঃ জোবায়দা জান্নাত, মেডিকেল অফিসার ডা. মুফেক মাহমুদ, এফেরেটিক মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান ডায়ামেড-এর এক্সিকিউটিভ অফিসার ফাহাদিন বিন হাকিম ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমির হোসেন প্র্রমুখ।

কার্যক্রম শুরু হওয়ার আগে রক্ত পরিসঞ্চালন বিভাগে স্থাপিত মেশিনটি পরিদর্শন করেন রমেক হাসপাতালের পরিচালক ডাঃ শরীফুল হাসান, উপ-পরিচালক ডাঃ আব্দুল
মোকাদ্দেমসহ অন্যান্য কর্মকর্তারা। এসময় সরকার থেকে দেওয়া এই মেশিনের সুবিধা রংপুর বিভাগের ৮ জেলার মানুষজন ছাড়ার চিকিৎসাসেবা প্রত্যাশীদের
ব্যয় অনেক কমে যাবে। সর্বাধুনিক এ মেশিনটির মাধ্যমে রক্তস্বল্পতায় আক্রান্ত রোগীকে প্লাটিলেট দেন লালমনিরহাটের বড়বাড়ী এলাকার সাদেকুল ইসলাম।

স্বেচ্ছাসেবী এ রুণ বলেন, এরআগে আমি সাতবার রক্তা দিয়েছি। কিন্তু প্লাটিলেট দেওয়ার কোনো অভিজ্ঞতা আমার ছিল না। আমার নতুন একটি অভিজ্ঞতা হলো। সেইসঙ্গে এই মেশিনের মাধ্যমে রমেক হাসপাতালে প্রথম প্লাটিলেটদাতা হতে পেরেছি।

রোগীর ছেলে মজিদুল ইসলাম বলেন, আমার মা দীর্ঘদিন ধরে রক্তস্বল্পতায় ভুগছেন। হাসপাতালে নতুন এফেরেটিক মেশিন স্থাপনের পর আমার প্রতিবেশি একজন
প্লাটিলেট দিয়েছেন। এতে আমাদের অর্থ এবং সময় দুটোই বেশ সাশ্রয় হয়েছে।

হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডাঃ জোবায়দা জান্নাত বলেন, এখন থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্বের সর্বাধুনিক এফেরেটিক মেশিনের সাহায্যে প্লাটিলেট এফেরেটিক, স্টেমসেল সংগ্রহ (পিবিএসসি), থেরাপিউথিক প্লাজমা এক্সচেঞ্জ (টিপিই), সাইটো এফেরেটিক, সিসিপি করা যাবে। ডেঙগু রোগীদের চিকিৎসায় প্লাটিলেট প্রয়োজন হয়। আগে চারজনের কাছ থেকে রক্ত নিয়ে এফেরেসিস করে ডেঙগু রোগীকে প্লাটিলেট দিতে হতো। আমাদের হাসপাতালে এফেরেটিক মেশিন স্থাপন করায় এখন ডেঙগু রোগীর জন্য একজনের কাছ থেকে প্লাটিলেট নেওয়া যাবে। এতে করে দাতার রক্ত দিতে হবে না। এফেরেটিক মেশিনের মাধ্যমে সরাসরি রক্তের এফেরেসিস করে প্লাটিলেট ডেঙগু রোগীকে দিতে পারবেন।

এফেরেটিক মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান ডায়ামেড-এর এক্সিকিউটিভ অফিসার ফাহাদিন বিন হাকিম জানান, সারাদেশের বিভিন্ন হাসাপাতাল ৫১টি মেশিন রয়েছে, এরমধ্যে রংপুর বিভাগে এটি প্রথম স্থাপিত এফেরেটিক মেশিন। সরকারি হাসপাতালে রোগীরা খুবই সাশ্রয়ী মূল্যে এই মেশিনের মাধ্যমে সেবা নিতে পারবেন।

কিন্তু ঢাকায় বা অন্য কোনো বেসরকারি হাসপাতালে এফেরেটিক মেশিনে সেবাগ্রহণ অনেক ব্যয়বহুল। এখন সরকারি হাসপাতালগুলো তিন হাজার টাকা লাগছে, কিন্তু বেসরকারি হাসপাতালে প্লাটিলেট বা অন্য কোনো সেবা পেতে কমপক্ষে ২৫-৪৫ হাজার টাকা পর্যন্ত ব্যয় হবে।

শেয়ার