Top
সর্বশেষ

প্রতিবেশীর দায়ের কোপে আহত বীরমুক্তিযোদ্ধা, আটক ১

২৮ অক্টোবর, ২০২২ ১২:১৯ অপরাহ্ণ
প্রতিবেশীর দায়ের কোপে আহত বীরমুক্তিযোদ্ধা, আটক ১
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে জমাজমির জের ধরে প্রতিবেশীর দায়ের কোপে বীর মুুক্তিযোদ্ধা বাহাল উদ্দিন গুরুতর আহত হন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার থানাহাট ইউনিয়নের শামসপাড়া টিএনটি এলাকায়। এঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত কনা বেগমকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সুত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা বাহাল উদ্দিনের সাথে প্রতিবেশী সাজু মিয়ার রাস্তা ও জমি নিয়ে র্দীঘদিন থেকে বিরোধ চলে আসছিল। ইতি পূর্বে জমি সংক্রান্ত ও রাস্তা নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষ এবং বৈঠকও হয়েছিল। এরই জের ধরে ঘটনার দিন বৃহস্পতিবার বিকালে মুক্তিযোদ্ধা বাহাল উদ্দিন ও তার ভাই বাড়ির সীমানায় বেড়া দিতে গেলে বাঁধা প্রদান করেন সাজু মিয়ার স্ত্রী কনা বেগম।এসময় বাঁধা না মানায় বাহাল উদ্দিনের হাতে কামড়ে ধরে কনা বেগম অনেক কষ্টে নিজেকে রক্ষা করে বলে জানান বাহাল উদ্দিন।

বীর মুক্তিযোদ্ধার ভাই বজরুল ইসলাম জানায়, আমার ভাইয়ের সাথে কনা বেগমের কথা কাটাকাটির একপর্যায়ে হাতে কামড়ে ধরে। এর পর ওই মহিলার স্বামী সাজু মিয়া ঘটনাস্থলে আসলে কথা-কাটাকাটি হয়। পরে এরই ফাঁকে সাজু মিয়ার সহযোগীতায় তার স্ত্রী কনা বেগম দা দিয়ে মুক্তিযোদ্ধা বাহাল উদ্দিনের মাথায় কোপ দেয়। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন ওই মুক্তিযোদ্ধা।

এসময় স্থানীয়রা বীরমুক্তিযোদ্ধা বাহাল উদ্দিনকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঘটনার দিন রাতেই কুড়িগ্রাম সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক।

এদিকে সংঘর্ষের পর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলার অবনতির দায়ে অভিযুক্ত কনা বেগমকে আটক করে থানায় নেয়া হয়েছে বলে পুলিশ জানায়।

তবে হতাহতের ঘটনায় অভিযুক্ত সাজু মিয়াও আহন হন। তিনি বলেন, ঘটনার জের ধরে তারা আমার উপর হামলা চালায় এবং তারা আমাদেরকে সব সময় ক্ষমতার ভয় দেখায়। এর আগেও এই সব জমাজমি নিয়ে কয়েকদফা বৈঠক হয়েছিলো।

আটকের বিষয়টি নিশ্চিত করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে একজন মহিলা কে আটক করা হয়েছে।

শেয়ার