অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেছেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। মানুষের মৌলিক চাহিদা বাসস্থান ও আবাসন ব্যবস্থা সবার জন্য নিশ্চিত করতে স্বল্প ও মধ্য আয়ের মানুষদের বাড়ি ঘর নির্মাণে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সার্বিক আর্থিক সহায়তা প্রদান করে আসছে।
তিনি শুক্রবার (২৮ অক্টোবর) পঞ্চগড়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ৬৩ তম শাখা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরিন আক্তার, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. সেলিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ দুইজন ঋণ গ্রহিতার মঞ্জুরী পত্র ও দুইজনকে ঋণের চেক প্রদান করেন।