Top
সর্বশেষ

রংপুরে বিএনপি বিশৃঙ্খলা করলে প্রতিহতের ঘোষণা আ’লীগের

২৮ অক্টোবর, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ
রংপুরে বিএনপি বিশৃঙ্খলা করলে প্রতিহতের ঘোষণা আ’লীগের

আওয়ামী লীগ নেতাদের সাটানো বিলবোর্ডের ওপর বিএনপির গণসমাবেশের বিলবোর্ড সাটানোর অভিযোগ করেছেন রংপুর মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। তারা বিএনপির সাটানো বিলবোর্ড অপসারণে আল্টিমেটামও দিয়েছে। সেই সাথে রংপুরে সমাবেশের নামে বিএনপি কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের প্রতিহতের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার দুপুরেদিকে রংপুর মহানগরীর বেতপট্টিস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান
সফি।

সংবাদ সন্মেলনে তিনি বলেন, আমরা চাই বিএনপির গণসমাবেশ শান্তিপূর্ণ হোক। কিন্তু বিএনপির লোকেরা উস্কানিমূলক পরিবেশ সৃষ্টির পায়তারা করছে।

আমরা খেয়াল করছি, নগরীর বিভিন্ন মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ সরকারের উন্নয়ন কার্মকান্ডের প্রচারণা সম্বলিত আওয়ামী লীগের সাটানো বিলবোর্ডের উপরে বিএনপির নেতারা তাদের গণসমাবেশের বিলবোর্ড সাটিয়েছেন। এটা অন্যায় এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ।

মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান বলেন, বিলবোর্ডের উপর বিলবোর্ড সাটানোর মাধ্যমে বিএনপি উস্কানি ছড়াচ্ছে। আমরা চাই না রংপুরে কোনো বিশৃঙ্খলা হোক। বরং আমরা বিএনপিকে তাদের গণসমাবেশ সফল করতে সহযোগিতা করতে চাই। এজন্য রংপুরে আওয়ামী লীগ কোনো কর্মসূচি ঘোষণা করেনি। কিন্তু আজ আমরা উল্টো চিত্র দেখছি। বিএনপি আমাদের সাথে পায়ে পা রেখে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। বিষয়টি পপ্রাসনকে অবগত করেছি।

শুক্রবার রাতের মধ্যে আমাদের বিলবোর্ডের উপর সাটানো বিএনপির বিলবোর্ডগুলো সরানো না হয়। আমরা নিজেরাই সেগুলো সরিয়ে ফেলতে বাধ্য হব। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, আমাদের বিলবোর্ডের ওপর লাগানো বিলবোর্ড বিএনপি দ্রুত সরিয়ে না নিলে এর জন্য কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি হলে দায়ভার বিএনপিকেই নিতে হবে।

সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেন, বিএনপি যেসব শর্তে সমাবেশের অনুমতি পেয়েছে, সেই শর্ত তারা ভঙ্গ করেছে। রাতের অন্ধকারে বিএনপির নেতারা আমাদের সাটানো বিলবোর্ডের উপর তাদের বিলবোর্ড সাটিয়ে। এটা দেশে শাস্তি চায় না, জ্বালাও পোড়াও করে অভ্যস্ত এই দলের কাজই বিশৃঙ্খলা সৃষ্টি করা। আমরাও প্রস্তত তাদেরকে দাঁতভাঙা জবাব দিতে। যদি রংপুরে তারা বিশৃঙ্খলা করে তাদেরকে মোকাবিলা করতে শনিবার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগসহ সবাই রাজপথে থাকবে। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশীদ, সাংগঠনিক সম্পাদক রুবেল, দফতর সম্পাদক শফিকুল ইসলাম রাহেল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট বিভূতিভূষণ সরকার সুমন, কোতয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি সাফিউর রহমান স্বাধীন প্রমুখ।

এদিকে আওয়ামী লীগের এই অভিযোগ নাকচ করে দিয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, আমরা কারো বিলবোর্ডের উপর বিলবোর্ড সাটাইনি। আমরা সিটি করপোরেশন থেকে বিলবোর্ডের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিলবোর্ড সাটিয়েছি। এরজন্য তাদেরকে তিনদিনের ভাড়াও দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটি আমাদের ব্যানার দিয়েছি, তারা বিলবোর্ডে সেগুলো সাটিয়েছে। এখন কার বিলবোর্ডের উপর বিলবোর্ড সাটানো হয়েছে, এটা আমাদের দেখার বিষয় নয়।

তিনি বলেন, আওয়ামী লীগ তো চাইছে না আমরা সভা-সমাবেশ করি। তারা তো সারাদেশেই আমাদের সমাবেশগুলোকে ঘিরে কোনো না কোনো অযুহাত দেখিয়ে বাধা দিয়ে আসছে। এটা আওয়ামী লীগের রাজনৈতিক স্বভাব। তবে যত বাধাই আসুক আমরা গণসমাবেশ সফল করব, এরজন্য আমাদের ব্যাপক প্রস্ততি রয়েছে।

রংপুর সিটি কর্পোরেশনের লাইসেন্স বিভাগের প্রধান শামীম হোসেনকে একাধিকবার ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।

শেয়ার