Top
সর্বশেষ

রসিক সিটির ভোটে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীর শোডাউন

৩০ অক্টোবর, ২০২২ ৩:১৮ অপরাহ্ণ
রসিক সিটির ভোটে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীর শোডাউন
রংপুর প্রতিনিধি :

আসন্ন রংপুর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের নির্বচনী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়োন প্রত্যাশি নগরীর বিভিন্ন ওয়ার্ডে তাদের নির্বচনি তৎপরতা অব্যাহত রেখেছেন।

তবে প্রচারনায় এগিয়ে আছেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল ও রংপুর মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউজ্জামান বাবু।

রোববার দুপুরে রংপুর জিলা স্কুলের মাঠ থেকে প্রায় শতাধিক পিকআপে নৌকা সাজিয়ে নগরীর ৩৩টি ওয়ার্ডে পরিভ্রমন করেন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মহানগরের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল।

এসময় তুষার কান্তি মন্ডল সাংবাদিকদের জানান, আগামী ডিসেম্বর মাসে রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্টিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে রংপুরবাসীকে দেশের উন্নয়ন সম্পর্কে জানাতেই আমার এই উদ্যোগ। রংপুরের মানুষ প্রধানমন্ত্রীর এই উন্নয়ন দেখে নৌকায় ভোট দিতে উদগ্রীব হয়ে আছেন।

তিনি বলেন, আমি গত ৫ বছর ধরে রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে মানুষের কাছে নৌকা মার্কার জন্য ভোট চেয়েছি। মানুষ নৌকায় ভোট দেওয়ার জন্য অধির আগ্রহে বসে আছে। আমার বিশ্বাস দল এবার আমাকে মনোনয়ন দিবে। কার আমি নৌকার জন্য এখ নপর্যন্ত কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগের নগর কমিটির এই নেতা আরো বলেন, নগরব্যাপী এই পরিভ্রমনে মানুষ ভালোবেসে শতাধিক নৌকা পিকআপে সাজিয়ে নিয়ে এসেছে। আমি যেভাবে মানুষের সাথে মিশে আছি আমিই নৌকার মনোনয়ন পাবো এবং বিপুল ভোটে বিজয় লাভ করবো।

তিনি বলেন, মানুষ এখন আর লাঙ্গলে ভোট দিতে চায় না। কারণ দেশের অন্যান্য যায়গার তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। এর কারণ হলো ১৯৭৫ সালের পর থেকে রংপুর সদরে আমাদের নৌকার কোন জন প্রতনিধি নাই। বিগত সরকারগুলো রংপুরের উন্নয়নের জন্য কোন কাজ করে নাই। রংপুর যেসব উন্নয়ন হয়েছে তা
রংপুর বাসির প্রতি প্রধানমন্ত্রী ভালোবাসা আর নেক নজরে হয়েছে। তাই এখন মানুষ বুঝে গেছে নৌকা ছাড়া অন্য কোথায় ভোট দেওয়ার জায়গা নেই।

 

শেয়ার