Top
সর্বশেষ

নীলফামারীতে মৎস্যজীবী লীগের কমিটি ঘোষণা

৩০ অক্টোবর, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ
নীলফামারীতে মৎস্যজীবী লীগের কমিটি ঘোষণা

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ নীলফামারী জেলা শাখার নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ৭৫ সদস্যের কমিটি ঘোষণা হয়েছে।

গত শনিবার (২৯ অক্টেবর) বিকেলে পাঁচ মাথায় মৎস্যজীবী লীগের অস্থায়ী কার্যালযয়ে অনুষ্ঠিত এক সভায় নবনির্বাচিতদের পরিচয় ও সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা মৎসজীবী লীগের সভাপতি লেমন সরকার, অনুষ্ঠান সঞ্চালনা করেন নীলফামারী মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক জুয়েল সরকার।

নীলফামারী জেলা মৎস্যজীবী লীগের সভাপতি লেমন সরকার ও সাধারণ সম্পাদক জুয়েল সরকারসহ মোট ৭৫ সদস্যের কমিটি ঘোষণা হয়।

এসময় আওয়ামী মৎস্যজীবী লীগের নীলফামারী জেলার সাবেক প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক ও নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ নীলফামারী জেলা শাখার নেতা দেওয়ান দেওয়ান মুজিবুদ্দৌলা জকি বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখাসহ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জেলা মৎসজীবী লীগের সকল নেতা কর্মিদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন দেওয়ান জকি।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ নীলফামারী জেলা শাখার সাবেক প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ছিলেন দেওয়ান দেওয়ান মুজিবুদ্দৌলা জকি, বর্তমানে কার্যকরী সভাপতি সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কার্যনির্বাহী কমিটি ও নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ নীলফামারী জেলা শাখার নেতৃত্বে আছেন দেওয়ান দেওয়ান মুজিবুদ্দৌলা জকি।

শেয়ার