জেসিআই ঢাকা নর্থের উদ্যোগে ও রিসার্চ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন “এইচ এন্ড এইচ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের” সহযোগিতায় প্রজেক্ট স্বাবলম্বী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এ দিন রাজধানীর ইব্রাহিমপুর এলাকায় বেশ কিছু দৃষ্টি প্রতিবন্ধীদের আর্থিক ও জীবন যাত্রা উন্নয়নের জন্য ব্যবসায়িক সামগ্রী প্রদান করেছে এই দুই প্রতিষ্ঠানদ্বয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মতিউর রাহমান মোল্লা। এছাড়া এইচ এন্ড এইচ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব এম۔ সাফাক হোসেন, জেসিআই ঢাকা নর্থের সভাপতি জনাব সাখাওয়াত হোসেন সবুজ, প্রতিষ্ঠানদ্বয়ের উর্ধ্বতন সদস্যবৃন্দ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জেসিআই ঢাকা নর্থের সভাপতি জনাব এম۔সাফাক হোসেন। তাছাড়া পর্যায়ক্রমে বক্তব্য রেখেছেন জান্নাত, বিল্লাল ও ইসরাত। এ সময় বক্তারা নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পরে অনুষ্ঠানের বিশেষ অতিথি কাউন্সিলর মতিউর রহমান মোল্লার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বক্তব্য পর্ব শেষে বাছাইকৃত উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ব্যবসায়িক সামগ্রী প্রদান করা হয়।
প্রসঙ্গত, এসকল দৃষ্টি প্রতিবন্দীদের ইতোপূর্বে তিন মাস ব্যাপী ব্যবসার প্রশিক্ষন দেওয়া হয়েছিলো।
বিপি/এমআই