সাতক্ষীরায় ৬০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন পৌঁছেছে। ফ্রিজার গাড়ীতে আনা এসব ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হয়েছে।
রোববার (৩১ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ে এই ভ্যাকসিন পৌঁছায়।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, প্রথমে ১৫ শ্রেণীর মানুষের মাঝে করোনা ভ্যাকসিন দেওয়া হবে।
তিনি আরো জানান, করোনা টিকার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার পরে প্রতিদিনের মতোই স্বাভাবিক কাজকর্ম করতে পারবে। টিকা নেওয়ার প্রচলন দেশে বহু আগে থেকে কিন্তু করোনার ভ্যাকসিন মানুষ প্রথম গ্রহণ করছে। তবে ভয়ের কোন কারণ নেই। এ টিকা নিরাপদ দেখে সরকার এটি মানবদেহে প্রদানের অনুমোদন দিয়েছেন। আশা করি সাতক্ষীরার মানুষ সুন্দর ভাবে ভ্যাকসিন গ্রহন করবেন। তবে সকলকে স্বাস্থ্য বিধি অবশ্যই মেনে চলতে হবে।