Top
সর্বশেষ
শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক

বহুল প্রত্যাশিত করোনা ভ্যাকসিন পৌঁছেছে সাতক্ষীরায়

৩১ জানুয়ারি, ২০২১ ১২:২৭ অপরাহ্ণ
বহুল প্রত্যাশিত করোনা ভ্যাকসিন পৌঁছেছে সাতক্ষীরায়
সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় ৬০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন পৌঁছেছে। ফ্রিজার গাড়ীতে আনা এসব ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ে এই ভ্যাকসিন পৌঁছায়।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, প্রথমে ১৫ শ্রেণীর মানুষের মাঝে করোনা ভ্যাকসিন দেওয়া হবে।

তিনি আরো জানান, করোনা টিকার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার পরে প্রতিদিনের মতোই স্বাভাবিক কাজকর্ম করতে পারবে। টিকা নেওয়ার প্রচলন দেশে বহু আগে থেকে কিন্তু করোনার ভ্যাকসিন মানুষ প্রথম গ্রহণ করছে। তবে ভয়ের কোন কারণ নেই। এ টিকা নিরাপদ দেখে সরকার এটি মানবদেহে প্রদানের অনুমোদন দিয়েছেন। আশা করি সাতক্ষীরার মানুষ সুন্দর ভাবে ভ্যাকসিন গ্রহন করবেন। তবে সকলকে স্বাস্থ্য বিধি অবশ্যই মেনে চলতে হবে।

শেয়ার