Top
সর্বশেষ
শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক

শুটকির প্যাকেটে ২৯ হাজার পিস ইয়াবাসহ আটক ২

৩১ জানুয়ারি, ২০২১ ৩:৪০ অপরাহ্ণ
শুটকির প্যাকেটে ২৯ হাজার পিস ইয়াবাসহ আটক ২
কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় শুটকির প্যাকেটে ২৯ হাজার ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, গ্রেপ্তাররা একই কায়দায় কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।

তারা হলেন- চট্টগ্রামের হালিশহর থানার মধ্যরামপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো.শাহীন এবং একই গ্রামের মৃত ফজল আহমেদের ছেলে জহির আহমেদ। এ ঘটনায় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় শনিবার গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় শুটকির প্যাকেটের মধ্যে লুকিয়ে ট্রাকে করে ইয়াবা পাচারকালে ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তারা।

ইয়াবা উদ্ধারের পাশাপাশি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ওই ট্রাকটিও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন।শুটকির প্যাকেটে মিলল ২৯ হাজার পিস ইয়াবা, গ্রেপ্তার ২

শেয়ার