চলতি মাসের ২৪ তারিখ থেকে বাণিজ্যিকভাবে দেশের অভ্যন্তরে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে নতুন বেসরকারি এয়ারলাইন্স ‘এয়ার অ্যাস্ট্রা’। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে এয়ার অ্যাস্ট্রার উদ্বোধন কার্যক্রম (অফিসিয়াল ওয়েবসাইট) উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. মাহবুব আলী।
এসময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. মাহবুব আলী বলেন, করোনা পরবর্তী বর্তমানে ব্যবসায়িক ভালো পরিবেশ বিরাজ করায় বেসরকারি এয়ারলাইন্স এগিয়ে আসছে। যাত্রী সন্তুষ্টি, নিরাপত্তার মাধ্যমে এয়ার অ্যাস্ট্রা তাদের সুনাম এবং সার্ভিস নিশ্চিত করবেন। তাদের জন্য শুভকামনা রইল। সিভিল এভিয়েশনের তরফ থেকে তাদের সব ধরনের সুবিধা ও সহযোগিতা প্রদান করা হবে।