Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

বিকাশ এবং ন্যাশনাল ব্যাংকের আন্তর্জাতিক রেমিট্যান্স সার্ভিস চুক্তি

১৫ নভেম্বর, ২০২২ ৮:৩৬ অপরাহ্ণ
বিকাশ এবং ন্যাশনাল ব্যাংকের আন্তর্জাতিক রেমিট্যান্স সার্ভিস চুক্তি
নিজস্ব প্রতিবেদক :

বিকাশ লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের মধ্যে আন্তর্জাতিক রেমিট্যান্স সার্ভিসের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক হোসেন আখতার চৌধুরী এবং বিকাশ লিমিটেডের পক্ষে চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মেহমুদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিকাশ লিমিটেডের কমার্শিয়াল ডিভিশনের হেড অব ফিন্যান্সিয়াল সার্ভিসেস জায়েদ আমীন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রচলিত পদ্ধতিতে রেমিট্যান্সের টাকা উত্তোলনের দীর্ঘসূত্রিতাকে কমিয়ে তাৎক্ষণিক টাকা স্থানান্তরের অভিনব সুযোগ নিয়ে এলো ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

শেয়ার