Top

পঞ্চগড়ে পর্নোগ্রাফি ও চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

১৬ নভেম্বর, ২০২২ ৬:৪৩ অপরাহ্ণ
পঞ্চগড়ে পর্নোগ্রাফি ও চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার
পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, যৌন নিপিড়ন, পর্ণোগ্রাফি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার গভীর রাতে মনির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তারকরেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মনিরের বাড়ি পঞ্চগড় পৌরসভা এলাকার জালাসী হঠাৎপাড়া গ্রামে। সে ওই গ্রামের মৃত গহের আলীর ছেলে। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নবম শ্রেণীর ওই স্কুল ছাত্রী বান্ধবির সাথে দেখা করতে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হয়ে জালাসাী এলাকায় আসলে ওই এলাকার সিয়াম শাহরিয়ার উচ্ছাস নামে এক তরুণ তাকে বাড়ির ভেতরে আসতে বলে। সে বাড়ির ভেতরে প্রবেশ করলে বাড়িতে কেউ না থাকার সুযোগে উচ্ছাস জোরপূর্বক ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। উচ্ছাসের বাড়িতে মেয়ে ঢোকার খবর পেয়ে একই এলাকার মনির, জিন্নাহ, বিপুল এবং লিটন ওই বাড়িতে প্রবেশ করে। পরে তারা ওই স্কুল ছাত্রীকে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ও ছবি তুলে। তারা মোবাইলে তোলা ভিডিও ও ছবি ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। স্কুল ছাত্রী এত টাকা দিতে পারবে না বলে তাদের জানায়। তবে উচ্ছাস মনির ও জিন্নাহকে ৯ হাজার টাকা দেয়। মনির, জিন্নাহ, বিপুল ও লিটন অবশিষ্ট টাকা না দিলে এসব ভিডিও ও ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়। বিকেলে ওই স্কুল ছাত্রীর মন ভার দেখে তার মা কি হয়েছে বলে জিজ্ঞেস করে। এসময় সে কান্নায় ভেঙ্গে পড়ে সমস্ত বিষয়টি খুলে বলে।

এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বুধবার (১৬ নভেম্বর) ধর্ষণ, যৌন নিপিড়ন, পর্নগ্রাফী ও চাঁদাবাজির অভিযোগ এনে পঞ্চগড় শহরের উত্তর জালাসী এলাকার খতিবর রহমানের ছেলে সিয়াম শাহরিয়ার উচ্ছাস (১৭), মৃত গহের আলীর ছেলে মো. মনির হোসেন (৩০), মো. শহিদুল ইসলামের ছেলে মো. জিন্নাহ (২৫), মো. বাবুর ছেলে মো. বিপুল (২৫),ও মোছা. মিনা বেগমের ছেলে মো. লিটনের (২৭) এর নামে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পর পরই পঞ্চগড় সদর থানা পুলিশ পঞ্চগড় বাজার থেকে মনির হোসেনকে গ্রেফতার করে।

ওই স্কুল ছাত্রীর মা ও খালা এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেন।

পঞ্চগড় থানার পরিদর্শক (অপারেশন) প্রবীর চন্দ্র রায় বলেন, ওই স্কুল শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আদালতে গ্রেফতারকৃত মনির হোসেনকে ৩ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ মিঞা বলেন, ২০১২ সালের পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগে পাঁচজনের নামে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামী মনির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। নানা অপকর্মের অভিযোগে এদের বিরুদ্ধে থানা ও আদালতে আরও মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

শেয়ার