Top
সর্বশেষ

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নিবার্হী সংসদের সহ-সম্পাদক হলেন তাহমিদ

১৬ নভেম্বর, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নিবার্হী সংসদের সহ-সম্পাদক হলেন তাহমিদ

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নিবার্হী সংসদের সহ-সম্পাদক নিবার্চিত হলেন নীলফামারীর কৃতি সন্তান ও ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয় থেকে আইনে কৃতিত্বের সাথে এলএলবি সম্পন্ন করে বর্তমানে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস লন্ডনে উচ্চশিক্ষার জন্য পারি দিয়েছেন দেওয়ান তাহমিদ আহমেদ।

শৈশব জীবনে তিনি নীলফামারী জেলা শহরের থানাপাড়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী পরিবারে বেড়ে ওঠেছেন।

নীলফামারী জেলা তাঁতীলীগ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান সেলিম আহমেদ’র এই সন্তান ছাত্র রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেওয়ান তাহমিদ আহমেদকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নিবার্হী সংসদের সহ- সম্পাদক নিবার্চিত করা হয়েছে।

সদ্য নতুন কমিটিতে স্থান পাওয়া প্রসঙ্গে দেওয়ান তাহমিদ আহমেদ বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমি সকলের নিকট দোয়া প্রত্যাশী। শুধু পদ-পদবী দিয়ে রাজনৈতিক সফলতা নয়, বরং নীতি-নৈতিকতা, আদর্শগত দিক থেকে পিতা মুজিবের মতো দেশ ও দেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে চাই।

নীলফামারী জেলা তাঁতীলীগ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান সেলিম আহমেদ বলেন। জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া, জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন, সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ। শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদে ছাত্রলীগের কেন্দ্রীয় নিবার্হী সংসদের সহ- সম্পাদক নিবার্চিত হওয়ায় আমি খুবই আনন্দিত। কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি বাংলাদেশ ছাত্রলীগে কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের প্রতি।

নীলফামারী জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, আমার ভাতিজা দেওয়ান তাহমিদ আমাদের পরিবার তথা নীলফামারীর গর্ব। সে তার পরিশ্রম এবং মেধার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নিবার্হী সংসদের সহ- সম্পাদক নিবার্চিত হওয়ায় কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাই সাথে তাকে অভিনন্দন জানাই। তার জীবনের সুন্দর সাফল্য ও অগ্রগতি কামনা করি।

উল্লেখ্য, তরুণ তাহমিদ স্কুল জীবন থেকেই জাতির পিতা মুজিবের আদর্শে এগিয়ে চলেছে আজ অব্দি। ছাত্ররাজনীতি থেকেই মানুষের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেছে।

শেয়ার