Top

চিলমারীতে গাঁজা সেবনের সময় দুজন গ্রেপ্তার

২০ নভেম্বর, ২০২২ ২:০৭ অপরাহ্ণ
চিলমারীতে গাঁজা সেবনের সময় দুজন গ্রেপ্তার
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে রেললাইনের পাশে বসে গাঁজা সেবনের সময় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন, থানাপাড়া এলাকার মোঃ বিক্রম আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৪৩) ও ছোট কুষ্টারী এলাকার মৃত শামসুল হকের ছেলে আজিজুর রহমান অরফে আইজল (৪৫)।

থানা সূত্র বলছে, শনিবার (১৯ নভেম্বর) রাত ৯ টার দিকে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুর রহমানের নেতৃত্বে একটি অভিযানকারী দল মাটি কাটা মোড়ের পূর্ব পাশে রেল লাইনের পাশ থেকে গাঁজা সেবনের সময় জাহাঙ্গীর আলম ও আজিজুর রহমানকে গ্রেপ্তার করে।

এবিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনের সময় দুজনকে আটক করে থানা রাখা হয়েছে। আজ মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হবে। সেই সাথে মাদকবিরোধী অভিযান নিয়মিত চলছে বলে যোগ করেন।

শেয়ার