Top

ওমেরা রিনিউয়েবল এবং মিডল্যান্ড ব্যাংকের সমঝোতা সই

২০ নভেম্বর, ২০২২ ৫:৩৯ অপরাহ্ণ
ওমেরা রিনিউয়েবল এবং মিডল্যান্ড ব্যাংকের সমঝোতা সই
নিজস্ব প্রতিবেদক :

ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেড এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের (এমডিবি) মধ্যে বাংলাদেশ ব্যাংকের ‘সবুজ পণ্য/প্রকল্প/উদ্যোগের জন্য পুনঃঅর্থায়ন স্কিম’ এর অধীনে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

সম্প্রতি মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামানের উপস্থিতিতে ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ জাভেদ তারেক খান এবং ইস্ট কোস্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের অধীনে ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেড বাংলাদেশ ব্যাংকের সবুজ পণ্য/উদ্যোগ পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে মিডল্যান্ড ব্যাংক থেকে ক্রেডিট লাইন উপভোগ করবে।

মিডল্যান্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন খোন্দকার তৌফিক হোসেন, ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ইউনিট-১ প্রধান তারিকুজ্জামান এবং ইউনিট-১ এর সহকারী ভাইস প্রেসিডেন্ট ও রিলেশনশিপ ম্যানেজার খোন্দকার খালেদ শামস; ইস্ট কোস্ট গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. এ কে এইচ হাসিফ সওদাগরসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার