Top

আর্জেন্টিনা ফানস ক্লাবের আয়োজনে নগরীতে শোভাযাত্রা

২১ নভেম্বর, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ
আর্জেন্টিনা ফানস ক্লাবের আয়োজনে নগরীতে শোভাযাত্রা
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

নেচে গেয়ে প্রিয় দলের জাসি গায়ে শোভাযাত্রার মাধ্যমে রংপুর নগরীতে বিশ্বকাপে পছন্দের দল আর্জেন্টিকাকে স্বাগতম জানালো ্ধসঢ়;খানকার ভক্তরা। সোমবার দুপুরে আর্জেন্টিনা ফানস ক্লাবের আয়োজনে নগরীর টাউন হল চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়।

আর্জেন্টিনা ফানস ক্লাবের সভাপতি সাংবাদিক আসাদুজ্জামান আফজাল এবং সাধারণ সম্পাদক জহির আলম নয়নের নেতৃত্বে শোভাযাত্রাটি পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, বেতপট্টি, সুপার মার্কেট হয়ে পুনরায় টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বাংলাদেশের পতাকার পাশাপাশি বিশাল আকৃতির আর্জেন্টিনার পতাকা বহন করা হয়। সবার গায়ে ছিল জার্সি। প্রিয় খেলোয়াড় মেসির প্রতিকৃতি। শোভাযাত্রায় বিভিন্ন বয়সি নারী শিশু ও তরুণরা নেচে গেয়ে প্রিয় দলকে স্বাগতম জানান।

রংপুর আর্জেন্টিনা ফানস ক্লাবের সাধারণ সম্পাদক জহির আলম নয়ন জানান, টাউন হলে মাঠে মঙ্গলবার বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থাও করেছি আমরা। যেদিন আর্জেন্টিনার খেলা হবে সেদিনিই আমরা বড় পর্দায় খেলা দেখাবো। আমার সুর্শঙ্খলবাবে আমাদের প্রিয় দলের খেলা দেখতে চাই। আমরা মনে করি এবারের বিশ্বকাপে আমাদের হারানোর কোন দল নেই।

ফানস ক্লাবের সভাপতি সাংবাদিক আসাদুজ্জামান আফজাল জানান, আর্জেন্টিানায় মেসির মতো বিশ্বসেরা খেলোয়াড় রয়েছে। আমরা মনে করি এবার বিশ্বকাপে আর্জেন্টিনা ফেবারিট এবং আমরা বিশ্বকাপ চ্যম্পিয়ন হবো ইনশাল্লা।

 

শেয়ার