সাজাপ্রাপ্ত পালতক দুই আসামিসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা। রংপুর, পঞ্চগড় ও লালমনিহাট জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার বিকেলে সাংবাদিকদের কাছে পাঠানো র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নুর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চলতি বছরের ২৭ জুন ঢাকার একটি আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করে লালমনিহাট জেলার কালিগঞ্জ উপজেলার তুষভান্ডার গ্রামের দ্বীন ইসলাম ওরফে নজরুল ইসলমকে। রায় ঘোষণার পর থেকে দ্বিন ইসলাম পালতক ছিলো।
পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা বাজার এলাকায় ঢাকা থেকে রংপুরগামী একটি বাসে তল্লাশী চালিয়ে দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায় দ্বিন ইসলাম আসামী আন্তঃজেলা মাদক কারবারি চক্রের অন্যতম মূলহোতা। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ ও ক্রয়-বিক্রয় করে আসছিল। র্যাবের অপর একটি দল মঙ্গলবার গভীর রাতে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সিপাইপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রতারনা মামলায় পাঁচ বছরের বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত আসামী এ.টি.এম শাকিল আহমেদ ওরফে শাহিনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বগুড়া, ঢাকা ও চাপাইনবাবগঞ্জ জেলায় মানুষদের চাকুরি দেওয়ারে কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
এছাড়াও লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার টেপারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী আনারুল ইসলামকে গ্রেপ্তার করে।