Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

এক্সিম ব্যাংকের ফরেন কারেন্সি ক্লিয়ারিং নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান

২৪ নভেম্বর, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ
এক্সিম ব্যাংকের ফরেন কারেন্সি ক্লিয়ারিং নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক :

এক্সিম ব্যাংকের নেতৃত্বে রাজশাহীতে আরটিজিএস এর মাধ্যমে ফরেন কারেন্সি ক্লিয়ারিং বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এবং রাজশাহী বিভাগে কার্যরত সকল তফসিলি ব্যাংকের অংশগ্রহণে আরটিজিএস সিস্টেমে ফরেন কারেন্সি ক্লিয়ারিং বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান হয়। লিড ব্যাংক পদ্ধতিতে আয়োজিত এই অনুষ্ঠানের নেতৃত্বে ছিল এক্সিম ব্যাংক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্টের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানম।

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ফরেক্স রিজার্ভ অ‌্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক এবং অনুষ্ঠানের কী নোট স্পিকার সাথী রঞ্জন দে, বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এর সহকারী পরিচালক মো. মাহাবুব সাদিক, এক্সিম ব্যাংক রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লাল মোহাম্মদ এবং এক্সিম ব্যাংকের ব্যাচ কন্ট্রোল ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোক্তারুল ইসলামসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি এবং গ্রাহকবৃন্দ।

শেয়ার