Top
সর্বশেষ
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর, ফিরছেন উদ্বাস্তুরা শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার

মাগুরায় ১০০৭ বোতল ফেন্সিডিলসহ ৩ জন আটক

০২ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৪৯ পূর্বাহ্ণ
মাগুরায় ১০০৭ বোতল ফেন্সিডিলসহ ৩ জন আটক
মাগুরা প্রতিনিধি :

ঢাকা-মাগুরা ঢাকা মহাসড়কের মাজাইল মান্দারতলা এলাকা থেকে ১০০৭ বোতল ফেনসিডিল ও ৪০কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

সোমবার (১ ফেব্রুয়ারি) বিকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মেহেরপুর সদরের সাত্তার মন্ডলের ছেলে শমিরুল মন্ডল (২৮) ও একই গ্রামের মৃত খোদাবক্সের ছেলে মো. আসান (৫০) এবং মেহেরপুর সদরের বারাতি বাজার গ্রামের মোহর আলীর ছেলে রিপন আলী (২৫)।

শ্রীপুর থানার ওসি আলী আহম্মেদ মাসুদ জানান, র‌্যাব-৬ এর সিপিসি ৩ যশোর ক্যাম্প এবং স্পেশাল কোম্পানি খুলনার বিশেষ যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন মাজাইল মান্দারতলা এলাকায় চেক পোস্ট স্থাপন করে বগুড়া-ট-১১-২৪৪৯ রেজিস্ট্রেশনের একটি ট্রাক সংকেত দেওয়া স্বত্তেও দ্রুত বেগে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করে। পরে ট্রাকটি আটক করে তল্লাশী করা হয়।

এসময় ট্রাকটির পিছনের ডালায় ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় ১০০৭ বোতল ফেনসিডিল ও প্লাস্টিকের বস্তার মধ্যে আটটি বান্ডিলে রক্ষিত ৪০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। অবৈধ মাদকদ্রব্য পরিবহনের দায়ে ট্রাকটিসহ তিনজনকে গ্রেফতার করে রাত সাড়ে ৭ টার দিকে শ্রীপুর থানায় হস্থান্তর করে। আটক ৩ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে।

শেয়ার