Top
সর্বশেষ
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর, ফিরছেন উদ্বাস্তুরা শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার

ফেনীতে রাইস ট্রান্সপ্লান্টার’র মাধ্যমে ধানের চারা রোপন

০২ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৪২ অপরাহ্ণ
ফেনীতে রাইস ট্রান্সপ্লান্টার’র মাধ্যমে ধানের চারা রোপন
ফেনী প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলোকদিয়ায় আধুনিকযন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকালে ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের কার্যক্রম উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ ওয়াহিদুজজামান। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ও জেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব তোফায়েল আহমদ চৌধুরী, অতিরিক্ত উপ-পরিচালক আবু তাহের ও ফেনী প্রেসক্লাব’র সভাপতি ও দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসীম মাহমুদ প্রমুখ।

এ সময় রবি ২০২০/২১ মৌসুমে বেরোধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সমলয় চাষাবাদ প্রণোদনা কর্মসূচীর আওতায় বাস্তবায়িত ব্লক প্রদর্শণ করা হয়। সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলোকদিয়া ও ভালুকিয়া গ্রামের ৫০ একর জমির মধ্যে প্রাথমিকভাবে এ কর্মসূচী চলমান থাকবে বলে জানান তারা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ও উপজেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শারমীন আক্তার, কালিদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যার দিদারুল ইসলাম, কাজীর বাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ, বীর মুক্তিযোদ্ধা এ এস শাহুদুল হক বুলবুল।

শেয়ার