Top

জালে আটকা পড়লো ২০ কেজির কাতল, দাম ৩৩ হাজার

০২ ফেব্রুয়ারি, ২০২১ ১:১৮ অপরাহ্ণ
জালে আটকা পড়লো ২০ কেজির কাতল, দাম ৩৩ হাজার
অনলাইন ডেস্ক :

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২০ কেজি ২শ গ্রাম।

দৌলতদিয়া ফেরিঘাটের চাদনী আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা জানান, মঙ্গলবার (২ জানুয়ারি) ভোরে দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন কোব্বাত হলদার। এ সময় তার জালে বিশাল আকৃতির এই কাতল মাছটি ধরা পরে।

পরে স্থানীয় আড়তের ডাকের মাধ্যমে ১৬শ টাকা কেজি দরে মোট ৩২ হাজার টাকায় মাছটি কিনে ঢাকার কাওরান বাজারে ৩৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, ইলিশ রক্ষা সফল অভিযানে ও নদীতে পানি কম থাকার কারনে এ বছর জালে বিভিন্ন রকম বড় বড় মাছ পাওয়া যাচ্ছে।

শেয়ার