‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের (২০২২) ‘পাওয়ার্ড বাই’ স্পন্সর হিসেবে যুক্ত থাকছে পূবালী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে সমকাল ও পূবালী ব্যাংক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলীর উপস্থিতিতে ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ও সমকাল বিজ্ঞাপন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফরিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব জাহিদ আহসান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন এবং ব্যাংকের সাধারণ সেবা ও উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ উপস্থিত ছিলেন।
সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) সহযোগিতায় ৬৪ জেলার ৫২০টি স্কুল অংশ নিচ্ছে এবারের এই আসরে। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী এবং তাদের মধ্যে যুক্তিবাদী মানস গড়তে এই বিতর্ক উৎসবের যাত্রা শুরু ২০১৩ সালে।