বলিউড তারকা কাজল ও অজয় দেবগনের মেয়ে নাইসা দেবগন তাঁর ফ্যাশন সেন্সের জন্য ধীরে ধীরে হয়ে উঠছেন টক অব দ্য বি-টাউন। মিডিয়ার মনোযোগের কেন্দ্রে এই খুদে তারকা। পত্রপত্রিকার খবর, নাইসার এখনই বলিউডে পা রাখার পরিকল্পনা নেই।
তবে দুঃখজনক হলেও সত্য, অন্তর্জালে প্রায়ই বিদ্রুপের শিকার হন নাইসা। যত বার ঘর থেকে বের হন, পিছু নেন পাপারাজ্জিরা। আর ছোট পোশাকের জন্য প্রায় অন্তর্জালবাসী তাঁকে কটাক্ষ করেন। এমনকি গায়ের রং নিয়েও বিদ্রুপের শিকার হয়েছেন বহু বার।
সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন মা কাজল দেবগন। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একান্ত আলাপচারিতায় কাজল বলেছেন, ‘আমি মনে করি, ট্রোলিং সামাজিক যোগাযোগমাধ্যমের একটি খুব অদ্ভুত অংশ হয়ে উঠেছে। আর তা ৭৫ শতাংশে পরিণত হয়েছে। আপনি যদি ট্রোলড হন, তাহলে আপনি নজরে পড়েন। আপনি যদি ট্রোলড হন, তবে আপনি বিখ্যাত। এটি এমন, আপনি ট্রোলড না হওয়া পর্যন্ত আপনি বিখ্যাত নন।’
ট্রোলিংয়ের শিকার হলে মনখারাপ কার না হয়। বড় তারকাদের অবশ্য সয়ে যায়। নাইসা তো স্টার কিড। আদরের সন্তানকে কী উপদেশ দেন তাহলে? কাজলের জবাব, ‘একজন বা দুজন বাজে মন্তব্য পোস্ট করে; কিন্তু হাজার হাজার ভক্ত আছে, যারা মনে করে সে অসাধারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আপনি আয়নায় কী দেখতে পাচ্ছেন? কার মত গুরুত্বপূর্ণ? আমার মতামত গুরুত্বপূর্ণ, আপনার নয়।’
তাহলে কি ট্রোলকে একেবারেই পাত্তা দেন না কাজল? না, তা নয়। তিনিও রক্তমাংসের মানুষ। তাঁরও মনখারাপ হয়। সেটা কীভাবে সামলান? কাজল যুক্ত করেন, ‘যদি বলি এটি আমাকে প্রভাবিত করে না, তাহলে আমি বোকা। তবে হ্যাঁ, একটি নির্দিষ্ট স্তর রয়েছে, যা আপনি গুরুত্ব সহকারে নিতে পারেন।’
যা হোক, বলিউডে তারকা-সন্তানদের প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে। ভক্তদের আশা, সারা আলি খান বা অনন্যা পান্ডেদের মতো নাইসা দেবগনও বিনোদন দুনিয়ায় পা রাখবেন।
এদিকে আর কদিন পরেই মুক্তি পাচ্ছে বলিউডের সুইট ডিভার নতুন সিনেমা। রেবতী পরিচালিত ‘সালাম ভেঙ্কি’ সিনেমা প্রযোজনা করেছে বিলিভ প্রডাকশনস ও আরটেক স্টুডিয়োস। সিনেমাটি মুক্তি পাবে ৯ ডিসেম্বর, ২০২২।
সিনেমাটিতে কাজল ছাড়াও অভিনয় করেছেন বিশাল এন জে জেঠওয়া, অহনা এস কুমরা, রাহুল বোস, রাজীব খান্দেওয়াল প্রমুখ।