বগুড়ার শাজাহানপুরে লিফটের কেবল ছিঁড়ে ছয়তলা থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাজাপুর এলাকায় তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।
নিহতরা শ্রমিকরা হলেন– পঞ্চগড়ের বোদা উপজেলার বুড়িবান গ্রামের সাইফুল ইসলামের ছেলে রশিদুল ইসলাম (১৮) এবং একই উপজেলার কামারবানিয়া গ্রামের ফাগুরাম চন্দ্রের ছেলে নারায়ণ চন্দ্র (২২)।
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, সাজাপুর এলাকায় তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি ফার্ম আছে। সেখানে লিফটের মাধ্যমের ভবনের সপ্তম তলায় পোলট্রি ফার্মের খাদ্য তোলা হয়ে থাকে। বুধবার সকাল ৬টার দিকে লিফটে খাদ্য তোলা হচ্ছিল। সে সময় শ্রমিক রশিদুল ইসলাম ও নারায়ণ চন্দ্র ওই লিফটে ওঠেন। লিফট ষষ্ঠ তলায় ওঠার পর কেবল ছিঁড়ে যায়। এতে তারা লিফটসহ মাটিতে পড়ে গুরুতর আহত হন। অন্য শ্রমিকরা তাদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
প্রতিষ্ঠানটির পোলট্রি ফার্মের ফ্লোর ইনচার্জ আলমগীর হোসেন জানান, দুই শ্রমিক মুরগির খাবার দিতে সাততলায় ফার্মে যাচ্ছিলেন। ছয়তলায় পৌঁছামাত্র লিফটের কেবল ছিঁড়ে মাটিতে পড়ে আহত দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শাজাহানপুর থানার এসআই আবদুর রাজ্জাক জানান, এ ব্যাপারে নিহত শ্রমিকের স্বজনরা মামলা করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।