কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে শামীম হোসেন ডিপজল (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে পৌরসভার ১নং ওয়ার্ড বাঘডাঙ্গা পীরবাড়ী এলাকার আশরাফুল আলমের ছেলে। শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওয়ার্ড কমিশনার আশরাফুল ইসলাম ইসরাইল জানান, পীরবাড়ী দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ডিপজল। শনিবার সে বোরো বীজতলায় সেচ দিতে বাড়ীর পাশে পুকুর থেকে পানি উঠাতে বৈদ্যুতিক মোটর স্থাপন করছিল। এসময় কাদামাটিতে বৈদ্যুতিক তার পড়ে যায়। সেখান থেকে তা উঠাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।