অসামান্য অর্জনের জন্য দেশের দশ তরুণকে স্বীকৃতি দিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। সেচ্ছাসেবী এ সংগঠনটি সর্বমোট ৮টি ক্যাটাগরিতে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সাফল্য ও অবদানের জন্য এ স্বীকৃতি দিয়েছে।
সম্প্রতি কক্সবাজারের ইনানীতে অবস্থিত একটি অভিজাত হোটেলে ‘টয়োপ ২০২২’ শীর্ষক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ তাদের এ সম্মাননা তুলে দেন।
টয়োপ-২০২২ পুরস্কারপ্রাপ্তরা হলেন, ব্যবসায় সাফল্যের জন্যে রাশিদ মাইমুনুল ইসলাম এবং শাহরিয়ার জাহান, সামাজিক প্রভাবক হিসেবে তৌহিদ আফ্রিদি, তরুণ উদ্যোক্তা হিসেবে আজিজ আরমান, ব্যক্তিগত কৃতিত্ব অর্জনে মো. আক্তার পারভেজ ও তাহসিন বাহার সূচনা, গণমাধ্যম ও বিনোদন অঙ্গনে মুশফিক আর ফারহান, মুদ্রণ মাধ্যমে সাফল্যের জন্য জাবেদ সুলতান পিয়াস, তথ্য-প্রযুক্তিতে এম আসিফ রহমান এবং স্টার্ট-আপ প্রতিষ্ঠাতা হিসেবে আতাউর রহিম চৌধুরী।