Top

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা ইয়াহিয়া রহমান

১০ ডিসেম্বর, ২০২২ ৭:১৩ অপরাহ্ণ
রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা ইয়াহিয়া রহমান
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

চলে গেলেন চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াহিয়া রহমান (বিজু)। তিনি অসুস্থজনিত কারনে রংপুরের বাসভবনে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার আছর নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদা শেষে গ্রামের বাড়ি চিলমারী মাছাবান্দা এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। দলীয় সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা ইয়াহিয়া রহমান ১৯৭২ ইং সাল থেকে ১৯৭৭ ইং পর্যন্ত চিলমারী উপজেলা শাখার ছাত্রলীগের সভাপতি ও ১৯৭৮ ইং হইতে ১৯৮৪ সাল পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।

তিনি মৃত্যু কালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা ইয়াহিয়া রহমান বিজুর মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন প্রতিমন্ত্রী জাকির হোসেন, সাবেক এমপি গোলাম হাবিব, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের ভারঃ সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় সংগঠন।

 

শেয়ার