Top

ঢাবিতে সন্ত্রাসের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ

১১ ডিসেম্বর, ২০২২ ১১:৩৩ পূর্বাহ্ণ
ঢাবিতে সন্ত্রাসের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক :

শিক্ষা, সংস্কৃতিচর্চার পরিবেশ এবং ক্যাম্পাসের স্থিতিশীলতা ধরে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংস্কৃতিক প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সব সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

গতকাল (১০ ডিসেম্বর) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘বিজয় মঞ্চ : সন্ত্রাস রুখতে সাংস্কৃতিক প্রতিরোধ’ শীর্ষক সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই আয়োজনে প্রতিবাদী গান, নৃত্য, আবৃত্তি, মঞ্চ নাটক, মাইম ও বিতর্ক ছাড়াও প্রখ্যাত ব্যান্ডদল সহজিয়া, লিসান অ্যান্ড দ্যা ব্লাইন্ডমেন ও আপনঘরের পরিবেশনার মাধ্যমে সচেতন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সন্ত্রাসবিরোধী প্রতিবাদী এই আয়োজন অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের অভ্যন্তরে যেকোনো কুচক্রি মহলের অপপ্রয়াস রুখে দেওয়ার চিন্তা থেকে এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা।

আয়োজকরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা বিশ্বাস করে সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে টিএসসি জেগে থাকবে। প্রগতির মিছিলের অনন্য মশালবাহক হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী সব সচেতন শিক্ষার্থী এই আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করে ক্যাম্পাসের স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর থাকবে বলেও আয়োজকরা মনে করেন।

আয়োজকদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিগার মোহাম্মদ কৌশিক, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. কামরুল হাসান, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. নাজমুস সাকিব, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জয় দাস, পালি ও বুদ্ধিস্ট বিভাগের শিক্ষার্থী জুলফিকার রহমান, আইইআর’র শিক্ষার্থী লিপটন ইসলাম, উর্দু বিভাগের শিক্ষার্থী শাহবুদ্দিন বিজয় ও নাট্যকলার শিক্ষার্থী দীপম সাহা।

শেয়ার