Top

চিলমারীতে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলো পুলিশ

১২ ডিসেম্বর, ২০২২ ১২:০৫ অপরাহ্ণ
চিলমারীতে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলো পুলিশ
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা চালানোর সময় আশরাফুল আলম সিদ্দিকী ওরফে বাবুল (৪২) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, গত ১১ ডিসেম্বর রাতে চিলমারী উপজেলার সবুজপাড়া গ্রামে বাবুল সিদ্দিকী নামে একজন ব্যক্তি ফেসবুক লাইভে এসে আত্মহত্যার ঘোষনা দেন।পরে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই বাড়িতে গিয়ে দেখতে পায় তিনি দরজা-জানালা বন্ধ করে ফ্যানের সাথে দড়ি বেঁধে আত্মহত্যার চেষ্টা করছেন। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় জানালার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে বাবুলকে উদ্ধার করে পুলিশ।

পারিবারিক সুত্র জানায়, পূর্বেও এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করছিলেন আশরাফুল আলম সিদ্দিকী ওরফে বাবুল। ওই রাতে পরিবারের অজান্তে সাতটি ঘুমের ওষুধ সেবন করেন সে।

এ ঘটনায় চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান ও থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারের লোকজনের সাথে আলোচনা করে তাকে আত্মহত্যা থেকে বিরত থাকতে অনুরোধ জানান।

শেয়ার