পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন পাবনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। গত রবিবার(১১ ডিসেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাবের নব নির্বাচিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।
এ সময় উপাচার্য আরো বলেন, শিক্ষার্থীদের সামনে আলো দেখানোর কাজ করছি আমি। তাদের স্বপ্ন দেখাচ্ছি। তাদের মধ্যে প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করছি। যাতে আত্মবিশ্বাসী হয়ে নিজেরা শিক্ষার গুরুত্ব অনুধাবন করে নিজেকে গড়তে পারে। দেশের জন্য, নিজের জন্য, ভবিষ্যত পৃথিবীর জিন্য নিজেকে প্রস্তুত করতে পারে। এই জন্য যথাযথ পরিবেশ সৃষ্টিসহ শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষে কাজ করছি।
বিশ্ববিদ্যালয়টিকে শিক্ষার দিক থেকে প্রথম সারির উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই। শিক্ষার গুণগত মানবৃদ্ধি, গবেষণাগার বৃদ্ধি, শিক্ষার্থীদের শিক্ষা এবং শিক্ষাসহায়ক সুযোগ সুবিধা বৃদ্ধি এবং শিক্ষকদের আবাসন সংকটের লক্ষ্যে আমরা কাজ করছি। যুগোপযোগী আরও ১৩টি বিভাগ খোলা হবে। অটোমেশনের কাজ এগিয়ে চলছে। জায়গা সম্প্রসারণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। সেশনজট নিরসনের জন্য সকল বিভাগের পরীক্ষা একসাথে নেয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য কর্মকান্ড পরিচালনা করছি। দেশের পন্ডিত ব্যক্তিদের এনে সভা-সেমিনার করা হচ্ছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে প্রাণ ফিরে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. ফারুক হোসেন চৌধুরীর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর মো. কামাল হোসেন,পাবনা প্রেসক্লাবের সভাপতি এবি এম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদসহ জেলার গণ্যমান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।