বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের খানসামায় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালিত হয়।
উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি জিয়াদ বিন সাঈদ চৌধুরীর সভাপতিত্বে সংযুক্ত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু নাসের সরকার, উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ভাস্কর সাহা, সহ-সভাপতি মিথুন শাহ্,আরিফ হোসেন রাজু,যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রকি, মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, হোসাইন মোহাম্মদ আকবর, দপ্তর সম্পাদক কামরুজ্জামান ও প্রচার সম্পাদক ভুবন সেন ও স্থানীয় নেতাকর্মীবৃন্দ।