রংপুর সিটি কর্পোরেশনের উদ্ধার করা ১৩ একর জমিতে নির্মিত ডাম্পইয়ার্ড থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প জাপানের সাথে চুড়ান্ত করা হয়েছে। এখন প্রকল্পটি পাশ হবার অপেক্ষায় রয়েছে। নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার মেয়র প্রাথী মোস্তাফিজার রহমান মোস্তফা।
মঙ্গলবার দুপুরে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের হোসেন নগর এলাকায় গণসংযোগে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
তিনি বলেন, দীর্ঘদিন দখল থাকা জমি উদ্ধার করে নির্মাণ করা ডাম্পইয়ার্ডে ১০ বছর বর্জ্য ফেলা যাবে। বর্জ্য ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের পপ্রান কাজ কিন্তু লোকবল এবং ভেহিকেল অপ্রতুল থাকায় সেটি বাধাগ্রস্থ হচ্ছিল। সিটি কর্পোরেশনে যানবাহন ছিল ৩৬ টি সেটি এখন তা ৯৮ টিতে দাড়িয়েছে।
মোস্তফা বলেন, ১১৪ কোটি টাকার নতুন যন্ত্রপাতি কেনার যে টেন্ডার করা হয়েছে তাতে বর্জ্যগুলোকে কস্প্রেস করে অনেক কমিয়ে ফেলা যাবে। দশ ট্রাক বর্জ্য কমে গিয়ে এক ট্রাকে পরিণত হবে ফলে পরিবহন খরচ কমে যাবে। নগর ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী পদক্ষেপ এবং সবখানে সমাদৃত হয়েছে।
আধুনিক যন্ত্রপাতিতে রাস্তাঘাট নির্মাণে অনিয়মের কোন সুযোগ নেই জানিয়ে মেয়র প্রার্থী বলেন, যে যন্ত্রপাতি ও ভেহিকেল আসছে তাতে যে রাস্তা নির্মাণ করতে দুই মাস সময় লাগতো তা সাত দিনেই সম্পন্ন করা যাবে। এই যন্ত্রপাতিতে অটোমেটিক কম্পিউটারের মাধ্যমে সঠিক পরিমাণে বিটুমিন এবং পাথর মিক্সিং হবে ফলে অনিয়মের কোন সুযোগ থাকবে না।
নির্বাচনী প্রচারণায় অংশ নেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাপার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, যুব সংহতির জেলা সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসিন আরাফাত আসিফসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ।