Top

চিলমারীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল

১৩ ডিসেম্বর, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ
চিলমারীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি :

বিএনপি’র কেন্দ্রীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল বারী সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, বিএনপি’র সদস্য তাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি বাবুল মন্ডল প্রমূখ।

বক্তারা অবিলম্বে বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সহ সকল নেতা-কর্মীদের ম্ুিক্তর দাবি জানান।

শেয়ার