ঠাকুরগাঁওয়ে ১৪ ডিসেম্বর বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে বুধবার সন্ধ্যায় প্রেস ক্লাব চত্বরে অবস্থিত প্রস্তাবিত বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বালন, পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন করা হয়।
পরে প্রেস ক্লাবের দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী। সভায় বক্তব্য দেন প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে,বিশেষ অতিথি সিনিয়র সাংবাদিক মো. আব্দুল লতিফ, সাবেক সিভিল সার্জন ডা. আবু মো. খয়রুল কবীর। আরো বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সাংবাদিক শাহ মো. নাজমুল ইসলাম, রেজওয়ানুল হক রিজু, খোদা বক্স ডাবলু, ফজলে ইমাম বুলবুল, বিশাল রহমান, ফিরোজ আমিন সরকার, ফাতেমা তুজ সোগরা প্রমুখ।
বক্তাগণ শহীদ বুদ্ধিজীবীদের সঠিকভাবে তালিকা প্রণয়ন ও ঠাকুরগাঁও প্রেসক্লাব প্রাঙ্গণে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি জানান।
তাছাড়া বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ আহমেদ প্রমুখ। তার আগে অপারাজেয় ৭১- এ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। জেলার অন্যান্য উপজেলাতেও শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।