Top

অলাভজনক আয়ে জেলা শহরে অনাগ্রহী রিহ্যাব

১৮ ডিসেম্বর, ২০২২ ৪:২৯ অপরাহ্ণ
অলাভজনক আয়ে জেলা শহরে অনাগ্রহী রিহ্যাব
নিজস্ব প্রতিবেদক :

রাজধানী ঢাকার মতো জেলা শহরে আবাসন তৈরিতে একই খরচ হয়। কিন্তু ব্যয় অনুযায়ী বিক্রিতে পর্যাপ্ত দাম পাওয়া যায় না। এতে কোম্পানি যথেষ্ট পরিমাণ লাভ করতে পারে না। পাশাপাশি আশানুরূপ ক্রেতাও পাওয়া যায় না বলে রিয়েল এস্টেট কোম্পানিগুলো জেলা শহরে তুলনামূলক কম আগ্রহী বলে জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সহ-সভাপতি (প্রথম) কামাল মাহমুদ।

সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘রিহ্যাব মেলা ২০২২’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা, রিহ্যাব পরিচালক মো. সুলতান মাহমুদ, পরিচালক ড. এ. এফ. এম কামাল উদ্দিন, পরিচালক রোটারিয়ান এস. এম ইমদাদ হোসেন, পরিচালক মো. রাগীব আহসান।

কামাল মাহমুদ বলেন, জেলা শহরে আবাসন খাতে কাজ করাটা এখন পর্যন্ত আমাদের যথেষ্ট আয়ের নিশ্চয়তা দিচ্ছে না। তবে আমাদের অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে বিভাগীয় শহরগুলোতে কাজ করা শুরু করেছে।

তিনি বলেন, অবকাঠামোগত সমৃদ্ধির ক্ষেত্রে সরকারের সঙ্গে বড় সহযোগী হিসেবে কাজ করেছে আবাসন শিল্পের একমাত্র প্রতিষ্ঠান রিহ্যাব। বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাসের ব্যবস্থা করার লক্ষ্যকে সামনে রেখেই তিন দশকের বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করছে রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানসমূহ। আমাদের ধারাবাহিক কাজের কারণে অনেক নাগরিকের মৌলিক অধিকারের স্বপ্ন সফল হয়েছে। আমাদের রিহ্যাব সদস্যদের কারণেই ঢাকার বাইরের অনেক মানুষ জমির মালিক হয়েছেন এবং প্রায় ৩ লাখ পরিবার ফ্ল্যাটের মালিক হয়েছেন। তবে দ্রর্বমূল্যের উর্ধ্বগতির জন্য আবাসনের স্বপ্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

অনুষ্ঠানে আয়োজকেরা জানান, আগামী ২১ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ‘রিহ্যাব মেলা ২০২২।’ ২১- ২৫ ডিসেম্বর পর্যন্ত মোট পাঁচ দিনব্যাপী এই মেলা চলবে। এবারের মেলায় মোট ১৮০টি স্টল থাকবে। মেলায় তিনটি ডায়মন্ড প্যাভিলিয়ন, সাতটি গোল্ড স্পন্সর, ২২টি কো-স্পন্সর, ১৬টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৩ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে। এবারের রিহ্যাব মেলায় ডায়মন্ড স্পন্সর হিসেবে থাকবে রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড, রূপায়ন রিয়েল এস্টেট লিমিটেড এবং আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড। গোল্ড স্পন্সর হিসেবে সাতটি সহ কো-স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে সর্বমোট ২২টি প্রতিষ্ঠান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন রাজউক এর চেয়ারম্যান আনিছুর রহমান মিজ্ঞা।

জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানের দিনে ক্রেতা-দর্শনার্থীরা দুপুর ২টা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশের সুযোগ থাকবে।

গতবারের ধারাবাহিকতায় এবারও মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি, অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশমূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশমূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলা চালাকালে পাঁচবার প্রবেশ করতে পারবেন।

প্রসঙ্গত, ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং মেলা শুরু হয়। এছাড়া চট্টগ্রামে ১৪টি মেলা সফলভাবে সম্পন্ন করেছে রিহ্যাব। রিহ্যাব ২০০৪ সাল থেকে বিদেশে হাউজিং ফেয়ার আয়োজন করে আসছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২টি, যুক্তরাজ্য, দুবাই, ইতালির রোম, কানাডা, সিডনী, কাতারে একটি করে এবং দুবাইতে দুটি রিহ্যাব হাউজিং ফেয়ার সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব মেলা আয়োজনের মাধ্যমে রিহ্যাব দেশে ও বিদেশে গৃহায়ন শিল্পের বাজার সৃষ্টি এবং তা প্রসারের প্রচেষ্টা অব্যাহত রাখছে। অন্যদিকে প্রবাসী ক্রেতারা যেমন দেশে তাদের পছন্দের আবাসন খুঁজে পেয়েছেন আবার এই মেলার মাধ্যমে বৈদেশিক মুদ্রাও অর্জিত হচ্ছে। শুধু তাই নয়, দেশের অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি গৃহায়ন শিল্প এবং লিংকেজ শিল্প বিকাশে অনন্য ভূমিকা পালন করে চলেছে।

শেয়ার