Top

আহত পুলিশকে সহযোগিতা করতে এগিয়ে গেলেন সাংবাদিক

১৮ ডিসেম্বর, ২০২২ ৫:০২ অপরাহ্ণ
আহত পুলিশকে সহযোগিতা করতে এগিয়ে গেলেন সাংবাদিক
মাহবুব হুসাইন, রাজশাহী :

রাজশাহী নগরীতে জামায়াত-শিবিরের ইট-পাটকেলের আঘাতে আহত পুলিশের পাশে এগিয়ে গিয়েছেন একজন সাংবাদিক। তিনি রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও মোহনা টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রধান মেহেদী হাসান শ্যামল।

তিনি আহত পুলিশ সদস্য আহাদ আলীর মাথায় পানি ঢালেন ও আবু হায়দারের রক্ত বন্ধ করতে সহায়তা করেন এবং হাসপাতালে নিতে সহযোগিতা করেন। তাঁর এমন কার্যক্রম সকল জায়গায় বেশ প্রশংসিত হচ্ছে।

আহতরা হলেন-পুলিশের সাব ইন্সপেক্টর আবু হায়দার (৩৫) ও কন্সটেবল আহাদ আলী (৩৬)।

এদিকে গত মঙ্গলবার দুপুর দুইটার দিকে ঐ বিক্ষোভ মিছিল বের করে রাজশাহী মহানগর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট গ্রেপ্তার করেছে। এ খবরে হঠাৎ করেই বিক্ষোভ মিছিল বের করেছিল জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার