Top

আজ শেষ হচ্ছে ব্যাচেলর পয়েন্ট: সিজন ৪

২৪ ডিসেম্বর, ২০২২ ৪:৫৬ অপরাহ্ণ
আজ শেষ হচ্ছে ব্যাচেলর পয়েন্ট: সিজন ৪
বিনোদন ডেস্ক :

ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪ তুমুল জনপ্রিয় একটি নাটক, শেষ দিনের শুটিংয়ে নির্মাতা বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।

শেষ হতে যাচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন ৪। শনিবার ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে ইতি ঘটছে ধারিবাহিকটির।

গত ১১ মার্চ প্রচার শুরু হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪-এর। এরপর থেকে তুমুল জনপ্রিয়তা পেতে থাকে নাটকটি। বিশেষ করে ইউটিউবে আগের সব রেকর্ড ভাঙতে থাকে। নাটকটিতে ব্যবহৃত একটি সংলাপ নিয়ে মাঝে দর্শকের মধ্যে বিরূপ প্রতিক্রিয়াও দেখা যায়। তবে দর্শকদের প্রতি সম্মান জানিয়ে সেই সংলাপটি ফেলে দেন নির্মাতা অমি।

সিজনটির শেষ পর্বে এসে মন ভালো নেই নির্মাতার। জানালেন এই নাটকের শুটিংয়ের সময়টা তিনি বেশ মিস করবেন। যারা নাটকটিতে অভিনয় করেছেন তাদের জন্যও বিষয়টি মানতে কষ্ট হচ্ছে বলে জানান অমি।

তার কথায়, ‘এক বছরের জার্নি। প্রতি মাসেই আমরা এটির শুটিং করতাম। নাটকটি দেখতে দেখতে দর্শকের যেমন অভ্যাসে পরিণত হয়েছিল। শুটিং করতে করতে আমাদেরও অভ্যাস হয়ে গিয়েছিল। গত মাসে লাস্ট লট যখন শুটিং করি সবারই বেশ খারাপ লাগছিল। শেষ দিনের শুটিংয়ের সময় আমি বেশ আবেগপ্রবণ হয়ে পড়ছিলাম। মনে হচ্ছিল কী যেন হারিয়ে ফেলছি।’

নাটকটির নতুন সিজন নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলেও জানান অমি। বলেন, ‘ ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। সেটা করতে গেলে নানান পরিকল্পনাও করা লাগে। সিজন ৫ পারব কিনা, সবাই বেঁচে থাকবো কিনা। একসঙ্গে থাকবো কিনা বিষয়গুলো নিশ্চিত নয়। তাই সেই বিষয়ে এখনই কথা দিতে পারছি না।’

অমি আরও যোগ করেন, ‘কিছু কাজ থাকে যা খুব স্মৃতিময় হয়ে উঠে, আপন হয়ে উঠে। ব্যাচেলর পয়েন্ট আমার জীবনে তেমনই একটি কাজ। যখন আমার বয়স হয়ে যাবে, পরিচালনা করতে পারবো না, তখনও আমি এই কাজটি নিয়ে কথা বলতে পারবো। এটা সেই আবেগের জায়গায় চলে গেছে। শুধু আমি নয়, আমার টিমের সবাই এমন অনুভব করি। সিজন ফোরে সবচেয়ে বেশি দর্শক, ভিউ পেয়েছি সব দর্শকের প্রতি আমরা কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য।’

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের যাত্রা শুরু ২০১৭ সালে। চলতি বছরের শুরুর দিকে তৃতীয় মৌসুম শেষ হওয়ার পর চতুর্থ মৌসুমের প্রচার শুরু হয়। এতে মারজুক রাসেল ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।

 

 

শেয়ার