Top

ভোমরা স্থলবন্দরে অনুমোদনহীন ভারতীয় চাল আটক

০৫ ফেব্রুয়ারি, ২০২১ ৫:২৯ অপরাহ্ণ
ভোমরা স্থলবন্দরে অনুমোদনহীন ভারতীয় চাল আটক
সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দরে অনুমোদনহীন তিন ট্রাক ভারতীয় শ্যামা চাল আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা।

গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থলবন্দর ইয়ার্ডে স্থলবন্দর এনএসআই এবং কাস্টমস কতৃপক্ষ যৌথ অভিযান চালায়।

এসময় সেখান থেকে তিন ট্রাক অনুমোদনহীন এই ভারতীয় চাল আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ভোমরা শাখার জুনিয়র ফিল্ড অফিসার হাবিবুর রহমান তালুকদার।

ট্রাক তিনটি থেকে বাংলাদেশে অনুমোদনহীন ১৪০৭ বস্তা (৮৪৪২০ কেজি) শ্যামা চাল এবং ৪৩ বস্তা (২৫৮০ কেজি) সিদ্ধ চাল উদ্ধার করা হয়। বর্তমানে আটককৃত চাল ভোমরা স্থলবন্দর গোডাউন নং ১ এ সিলগালা অবস্থায় সংরক্ষণ করা হয়েছে।

জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি ওই তিন ট্রাক ভারতীয় শ্যামা চাল ভোমরা স্থলবন্দর ইয়ার্ডে প্রবেশ করে। এই চাল আমদানিকারক প্রতিষ্ঠান সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের পলাশ ট্রেডার্স এবং সিএন্ডএফ এজেন্ট মামুন ট্রেডার্স। তারা মোটা চালের অনুমোদন নিয়ে এই চাল আমদানি করেছে।

শেয়ার