Top

রসিক নির্বাচনে ‘ভুয়া’ প্রিজাইডিং অফিসার গ্রেফতার

২৬ ডিসেম্বর, ২০২২ ৮:৩৭ অপরাহ্ণ
রসিক নির্বাচনে ‘ভুয়া’ প্রিজাইডিং অফিসার গ্রেফতার
রংপুর প্রতিনিধি :

রংপুরের মাহিগঞ্জে ‘ভুয়া’ সহকারী প্রিজাইডিং অফিসার সেজে এক প্রার্থীর কাছে অনৈতিক সুবিধা চাওয়ার অভিযোগে লালটু ওরফে রানা নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে নগরীর মাহিগঞ্জ থানা এলাকার মইন্দা গ্রাম থেকে তাকে আটক করে মাহিগঞ্জ থানা পুলিশ। আটক লালটু ওরফে রানার গ্রামের বাড়ি ঝিনাইদহে বলে জানা গেছে।

মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাহিগঞ্জ থানাধীন ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদ অভিযোগ করেন রানা ওরফে লালটু রানা নামে এক ব্যক্তি নিজেকে সহকারী প্রিজাইডিং অফিসার সেজে সুলতানের কাছে অনৈতিক সুবিধা চেয়েছিল। সুলতানের অভিযোগের প্রেক্ষিতে রানাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর বোঝা যাবে সে আসলেই সহকারী প্রিজাইডিং অফিসার নাকি ভুয়া ব্যক্তি। যদি ভুয়া হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের স্টাফ অফিসার নাসির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রানা ওরফে লালটু রানা নামে কেউ সহকারি রিটার্নিং অফিসার আছেন কিনা তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি।

শেয়ার