বিশ্বের বৃহত্তম ও জনপ্রিয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) ‘এশিয়া ওয়েস্ট কন্টিনেন্ট ফাইনাল’ এ ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দল ‘ডিইউ নট স্ট্রং এনাফ’ চ্যাম্পিয়ন হয়েছে।
চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আয়মান রাশিদ, জুবায়ের রহমান নির্ঝর এবং অয়ন শাহরিয়ার।
এই প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি-মাদ্রাজের ‘ থ্রি অব অ্যা কাইন্ড’ দল এবং তৃতীয় হয়েছে বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘বুয়েট পটেটোস’ দল।
উল্লেখ্য, গেল ২৪ ডিসেম্বর একাধিক ভেন্যুতে আইসিপিসির ‘এশিয়া ওয়েস্ট কন্টিনেন্ট ফাইনাল’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের দলগুলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ভেন্যুতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় এশিয়া-পশ্চিম আঞ্চলিক মহাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ সমূহের ৬৭টি দল অংশগ্রহণ করে।
আইসিপিসি সারা বিশ্বে সর্বাধিক মর্যাদাপূর্ণ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা হিসেবে পরিচালিত হয়ে আসছে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন আঞ্চলিক প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারী দলের অংশগ্রহণের মাধ্যমে চূড়ান্ত (আইসিপিসি ওয়াল্ড ফাইনাল) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।