Top

ইভিএম নিয়ে জাপা ও আ’লীগ প্রার্থীর পাল্টা পাল্টি অভিযোগ

২৭ ডিসেম্বর, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ
ইভিএম নিয়ে জাপা ও আ’লীগ প্রার্থীর পাল্টা পাল্টি অভিযোগ
রংপুর প্রতিনিধি :

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণে ধীরগতির কারণে ভোট কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সময় পার করছে ভোটাররা। অনেকে আবার ভীট দিতে না পেরে বাড়ী চলে গেছেন। তবে কষ্ট হলেও সবাইকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছি ইভিএম মেশিনগুলোতে সমস্যা হচ্ছে। এমনকি আমি নিজেও ভোট দিতে গিয়ে বিড়ম্বনা শিকার হয়েছি। দুই বারের চেষ্টার পর ভো দিতে পেরেছি। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভোটকেন্দ্র গিয়ে ভোট দিতে না পারা পর্যন্ত ভোটকেন্দ্র ছাড়বেন না।

এই ভোটটা আপনাএ নাগরিক অধিকার, যদি দেরিও হয় রাত ৮ টা বাজলেও ভোটটা দিয়ে ঘরে ফিরবেন। আমরা নির্বাচন কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারা রাত ১০ টা হলেও কেন্দ্রে থাকা সবার ভোট গ্রহনের অঙ্গীকার দিয়েছে।

অপরদিকে আওয়ামীলীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া জানান, আমি নগরীর লায়ন্স স্কুল ও কলেজে ইভিএমএ ভোট দিয়েছি। ভোট দিতে আমার কোন সমস্যা হয়নি। আমি খুব দ্রুততার সাথে ভোট দিয়েছি। এই ভোট কেন্দ্রে যারাই ভোট দিতে এসেছে তাদের সাথে আমার কথা হয়েছে তারা আমাকে ইভিএম সম্পর্কে কোন ত্রুটির কথা বলে নাই। বরং তারা ইভিএমএ তাড়াতাড়ি ভোট দিতে পেরে অনেক খুশি হয়েছে বলে জানান।

নগরীর ২ নং ওয়ার্ডে মনোহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রংপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু জানান, ইভিএমএ কিছুটা সমস্যা হচ্ছে। আমি রিটানিং কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি সমস্যগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন।

শেয়ার